১. লেখা শুরু করার সময় হাতকে হালকা মুচড়ে স্বাভাবিক করে নেয়া ভালো।
২, আল্লাহ তায়ালার উপর পূর্ণ ভরসা রাখুন এবং তাঁর নিকট সাহায্য কামনা করুন।
৩. পাঁচবার দেখুন ও একবার লেখুন। মনোযোগ ধরে রাখুন।
৪. ক্ষীণ আলোতে লিখবেন না। সোজা হয়ে বসুন। দাগযুক্ত খাতা ব্যবহার করুন।
৫. লেখার পর প্রতিবার লেখা বিশ্লেষণ করুন। বেশী লেখার জন্য তাড়াহুড়া করবেন না। আপনার উদ্দেশ্য খাতা লিখে পরিপূর্ণ করা নয়; বরং আপনার উদ্দেশ্য লেখা সুন্দর করা।
৬. লেখা শেখা শুরু করার সময় প্রথমে ছোট করে লিখুন।
৭. প্রথম ভাল করে দেখুন অতপর লেখা শুরু করুন। প্রত্যেকবার লিখে লেখাটি পর্যালোচনা করুন।
৮. এভাবে বারবার করার পরও লেখা আয়ত্বে না আসলে হাত ঘুরান।
৯. একবার মনোযোগ সহকারে হাত ঘোরান তারপর লিখুন।
১০. এতেও না হলে উস্তাযের কাছে গিয়ে লিখিয়ে আনুন। উদ্ভাষ লেখার সময় ভালোভাবে লক্ষ্য করুন।
১১. লেখা সুন্দর হয়ে গেলে আরো কিছুদিন অনুশীলন অব্যাহত রাখুন। অন্যথায় ভুলে যেতে পারেন।
১২. প্রথমে চিকন কালির জেলপেন ব্যবহার করুন।
১৩. আঙুলের সাথে মানানসই কলম নিতে হবে।
১৪. কলম বা পেন্সিল ধরার তেমন নির্দিষ্ট কোন নিয়ম নেই; সুবিধামত ধরুন।
১৫. কালি ছড়িয়ে যায়- এমন কলম ব্যবহার করবেন না।
১৬. দোয়াত কালির কলম ছাড়া সাধারণ কলম ব্যবহার করেও লেখা শিখা যায়।
১৭. লাইন সোজা রেখে লিখতে হবে। তাই প্রথমে বাংলা খাতা ব্যবহার করুন।
১৮. খাতা যেন এমন পাতলা কাগজের না হয়- যার এক পিঠে লিখলে অপর পিঠে দেখা যায়।
১৯. কলম দিয়ে খাতায় জোরে চাপ না দিয়ে লেখা।
২০. একবারে লেখা না হলে পুনরায় উপরে হাত ঘুরিয়ে লেখা অনর্থক কাজ।